গরমে জান বের অইয়া যায়, পাংখা কিনমু কেমনে- এমনই ভাষ্য জামদানি তাঁতিদের। ভাগ্যের পরিহাসে জোলারা (জামদানি তাঁতিরা) দারিদ্র্যতায় ভাসে, অস্থি মজ্জা ও মেরুদন্ডহীন এমনই জামদানি শিল্পের শিল্পীরা। রেশম, সুতা, জরি এবং শিল্পীর হাতের নিপূণ ছোঁয়ার মিশ্রণে তৈরি হয় এক ধরনের...